বিজয় টিভিতে ফরগোটেন রুটস্ সিজন ২ নামে একটি অনুষ্ঠান দিলারা খান, পিলার প্রোডাকশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বর্তমানে সিইও, Quary House-2, Admirals Way, Conay Whait, London, E149XG, বর্তমান ঠিকানা: পিলার প্রোডাকশন ৮/এ মনিপুরিপাড়া,ঢাকা, এই নামপদবি ও ঠিকানাধারী ব্যক্তির সাথে এই অনুষ্ঠান সম্প্রচারের জন্য বিজয় টিভি কর্তৃপক্ষ ই-মেইলে চুক্তিবদ্ধ হয়। চুক্তি অনুযায়ী বিজয় টিভি উক্ত অনুষ্ঠান সম্প্রচারে সকল প্রস্তুতি সম্পন্ন করে পিলার প্রোডাকশনের সাথে শ্যুটিং শুরু করে। শ্যুটিং শেষ হবার পরে হঠাৎ পিলার প্রোডাকশন চুক্তি বহির্ভূত বাড়তি আর্থিক দাবী করে অনুষ্ঠানটি বিজয় টিভিতে প্রচারের বিষয়ে অপারগতা জানায়।
ইতোমধ্যে বিজয় টিভি এই অনুষ্ঠান বিজয় টিভিতে সম্প্রচার করবে এই মর্মে বিভিন্ন টেলিভিশন ও অনলাইনকে প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আসার জন্য অনুরোধ জানায়। ফলে অনুষ্ঠান না হওয়ায় বিজয় টিভি ব্যবসায়িক, সামাজিক, আর্থিক ও সুনামের ক্ষতির সম্মুখীন হয় । যার ফলে বিজয় টিভি কর্তৃপক্ষ ১ম যুগ্ম জেলা জজ আদালত ঢাকায় দিলারা খানের বিরুদ্ধে ৫ কোটি ১৭ লাখ ৬৪ হাজার টাকার ক্ষতিপূরন মামলা করে। যার মামলা নং ১২০/২০১৯।
নিউজ ডেস্ক/বিজয় টিভি