উৎপাদন খরচ কম হওয়ায় রংপুরে দিন দিন বাড়ছে রোপা আমন ধানের আবাদ। এ বছর, জেলায় প্রায় ১ লাখ ৬৩ হাজার ৩৯০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদ হয়েছে। তবে ফলন ভালো হলেও ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রিয়াজুর রহমান রাজু বলেন, ধানের ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার।
এবার রংপুর জেলায় চাষিদের কাছে প্রতি মণ এক হাজার ৮০ টাকা দামে ধান কিনবে সরকার। আর ধানের ন্যায্যমূল্য নিশ্চিতে কৃষকের সুবিধায় চালু হয়েছে ডিজিটাল কৃষক অ্যাপস। তবুও কঠোর বাজার মনিটরিংয়ের দাবি জানান জেলার প্রান্তিক চাষিরা।