করোনার ক্ষত কাটিয়ে চা উৎপাদন বেড়েছে চট্টগ্রাম অঞ্চলে। বৃষ্টি ও আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন বেড়েছে।
চট্টগ্রাম চা বোর্ডের তথ্যানুযায়ী, চট্টগ্রাম অঞ্চলে ২২টি চা বাগানের মধ্যে ১৮টি’ই ফটিকছড়িতে অবস্থিত। এ বছর এ অঞ্চলে, চা উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে ১ কোটি ১০ লাখ কেজি। যেখানে গত বছর উৎপাদন হয়েছিল ৯০ লাখ ৫৬ হাজার কেজি।
এদিকে, চলতি সপ্তাহ পর্যন্ত চা উৎপাদন হয়েছে প্রায় ৯০ লাখ কেজি। যার মধ্যে গত অক্টোবর মাসে উৎপাদন হয়েছে প্রায় ১৬ লাখ ৫৬ হাজার কেজি। যা বিগত বছরের চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি।
চট্টগ্রাম চা এসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, এ ধারা ডিসেম্বর মাস পর্যন্ত চলতে থাকলে লক্ষ্যমাত্রা অর্জিত হবার সম্ভাবনা রয়েছে ।