ভারতের পেট্রাপোল বন্দরে অনির্দিষ্টকালের ডাকা ধর্মঘটে দ্বিতীয় দিনের মতো বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। ফলে বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। যার মধ্যে অধিকাংশই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কাঁচামালসহ রয়েছে পচনশীল পণ্য।
সোমবার কয়েক দফা আলোচনায় বসলেও ভারতের পেট্রাপোল বন্দর, কাস্টমস, বিএসএফ, সিঅ্যান্ডএফ এজেন্ট, ট্রাক মালিক ও শ্রমিক ইউনিয়নসহ বন্দর ব্যবহারকারীরা তাদের নিজ নিজ সিদ্ধান্তে অটল থাকায় বিষয়টি সুরাহা হয়নি।
পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস ও বন্দর শ্রমিকদের দাবি, নতুন ল্যান্ড পোর্ট ম্যানেজার বিএসএফকে কাজে লাগিয়ে তাদের পোর্টে ঢুকতে দিচ্ছে না। হয়রানি করতে তৈরি করছেন নতুন নতুন সব আইন। এর প্রতিবাদে কর্মবিরতি শুরু করে ৮টি সংগঠনের কয়েক হাজার শ্রমিক।