আমদানি-রপ্তানিতে গতি ফেরায় আখাউড়া স্থলবন্দরে সরকারের রাজস্ব আয় বেড়েছে।
সংশ্লিষ্টরা জানান, মহামারির সময়েও থেমে যায়নি বন্দরের কার্যক্রম। বরং বেড়েছে রাজস্ব আদায়। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে, রাজস্ব আয় হয়েছে সাড়ে ৭ কোটি টাকা। যা গত অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ৩২ লাখ টাকা। এছাড়া, মাশুল আদায় হয়েছে অর্ধকোটি টাকার বেশি।
এদিকে, স্থলবন্দরের সক্ষমতা বাড়াতে চলছে সংস্কার কার্যক্রম। এসব উন্নয়ন কাজ শেষ হলে বাংলাদেশ-ভারত বাণিজ্যে আরো গতি আসবে বলে মনে করছেন তারা। তবে, ব্যবসায়ীদের দাবি, এ স্থলবন্দর দিয়ে সকল বৈধ পণ্য রপ্তানির সুযোগ দেয়া প্রয়োজন। এতে করে সরকারের রাজস্ব আয় যেমন বেড়ে যাবে তেমনি ব্যবসায়ীরাও লাভবান হবেন।