ভোজ্যতেলের পর এবার চট্টগ্রামের পাইকারি বাজারে বিভিন্ন ধরনের মসলার দাম বেড়েছে। যার প্রভাব পড়ছে খুচরা বাজারে।
দেশের অন্যতম বড় পাইকারি বাজার নগরীর খাতুনগঞ্জে এলাচ, দারুচিনি, লবঙ্গ ও জিরার মতো মসলার দাম এক সপ্তাহের ব্যবধানে ৩ থেকে ২০ শতাংশ বেড়েছে। এর প্রভাবে খুচরা বাজারে এসব মসলার দাম বেড়েছে ৫ থেকে ৩৩ শতাংশ পর্যন্ত।
ব্যবসায়ীরা বলছেন, ডলারের বিপরীতে টাকার দরপতন, জাহাজীকরণে দেরি, কন্টেইনারের ভাড়া বৃদ্ধি এবং আমদানি ঋণপত্র খোলার ক্ষেত্রে নগদ মার্জিন হার সংরক্ষণের নির্দেশনার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে।