গত ২ সপ্তাহে পাইকারি বাজারে ভোজ্যতেলের দাম লিটার প্রতি ৫৩ টাকা কমলেও এর প্রভাব নেই খুচরা বাজারে।
দেশের বৃহত্তম পাইকারি বাজার চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জ ঘুরে এমন চিত্র দেখা যায়। এ ব্যাপারে ব্যবসায়ীরা জানান, বিশ্ববাজারে দরপতনের সাথে সাথে খাতুনগঞ্জের পাইকারি বাজারে ভোজ্যতেলের দাম কমছে। গত ১৫ থেকে ২০ দিনের ব্যবধানে পাম অয়েল মণপ্রতি ২ হাজার টাকার মতো কমে গেছে। আর সয়াবিন তেল কমেছে ১ হাজার টাকার বেশি। এ সময় ভোজ্যতেলের দাম আরো কমে আসবে বলেও জানান পাইকারি ব্যবসায়ীরা।
তবে, পাইকারি বাজারের এ দরপতনের প্রভাব খুচরা বাজারে এখনো পড়েনি। কারণ খুচরা ব্যবসায়ীরা এখনো বাড়তি দামেই তেল বিক্রি করছেন। ফলে, তেলের মূল্যহ্রাসের ইতিবাচক প্রভাব সরাসরি ভোক্তাপর্যায়ে এখনো পৌঁছায়নি।