করোনাকালেও চা উৎপাদনে রেকর্ড গড়েছে বাংলাদেশ। তাই এ বছর দেশে ১০ কোটি কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ চা বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, মে পর্যন্ত দেশে মোট চা উৎপাদন হয়েছে ১ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার কেজি, যা গত বছর একই সময় উৎপাদন হয়েছিল ১ কোটি ২০ লাখ ৬৯ হাজার কেজি। চা শিল্পের সম্ভাব্য ক্ষতি এড়াতে ঝুঁকি নিয়ে উৎপাদন অব্যাহত রাখা হয়েছিল বাগানগুলোয়।
২০২১ সালে, চা উৎপাদনে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। দেশের ১৬৭টি চা বাগান এবং ক্ষুদ্রায়তন চা বাগান মিলে বছর শেষে ৯ কোটি ৬৫ লাখ ৬ হাজার কেজি চা উৎপাদন হয়েছে, যা ১৬৮ বছরের ইতিহাসে সর্বোচ্চ। এ বছরও চা উৎপাদনে ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।