আবারও অস্থির হয়ে উঠছে নিত্যপণ্যের বাজার। রাজধানীর বাজারগুলোতে সপ্তাহ ব্যবধানে বেড়েছে সবজি, ডিম ও মুরগি দাম। তবে, কমেছে পেঁয়াজের দাম।
এক সপ্তাহ আগে ডিমের ডজন ছিল ১২০ টাকায় বিক্রি হলেও আজ তা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা। ডিমের দাম বাড়লেও কমেছে পেঁয়াজের দাম এবং অপরিবর্তিত আছে মরিচের দাম।
এদিকে সবজির বাজারে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে শিম। কিছুটা দাম কমলেও প্রতিকেজি শিমের দাম এখনো ১২০-১৪০ টাকা। এ ছাড়া টমেটো ১০০ টাকা, গাজর ১২০ টাকা, বরবটি ৭০-৮০ টাকা, বেগুন ৫০-৬০ টাকা, কাঁচা পেঁপে ২৫ টাকা, পটোল ৩০-৪০ টাকা ও করলা ৬০-৭০ টাকা কেজিদরে বিক্রি হচ্ছে। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই।