সকল আর্থিক প্রতিষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের নগদ লভ্যাংশ সর্বোচ্চ ১৫ শতাংশে সীমাবদ্ধ করায় হতাশ হয়ে পড়েছেন শেয়ারবাজারের বিনিয়োগকারীরা।
কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের নগদ লভ্যাংশ হবে সর্বোচ্চ ১৫ শতাংশ।
এই প্রজ্ঞাপনের কারণে সব আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দরে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে দাবি করেছে মার্চেন্ট ব্যাংকাররা। আর তাই কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করেছেন তারা।
এর আগে, গত ৭ ফেব্রুয়ারি, বাংলাদেশ ব্যাংকের আরও একটি প্রজ্ঞাপনে জানায়, তফসিলি ব্যাংকগুলো নগদ বোনাস মিলিয়ে ৩০ শতাংশের বেশি লভ্যাংশ দিতে পারবে না।