হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমদানি বেড়েছে। আমদানি বাড়ায় প্রতিদিনই কমছে দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ১২-১৪ টাকা।
আসন্ন রমজানকে সামনে রেখে দেশের বাজারে পেঁয়াজের চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের আমদানি। আর আমদানি বাড়ায় পাইকারি বাজারে কমতে শুরু করেছে আমদানি করা পেঁয়াজের দাম।
প্রথমদিকে আমদানি করা পেঁয়াজ কেজিপ্রতি ৩৮ টাকা দরে বিক্রি হলেও এখন তা বিক্রি হচ্ছে ২৪ টাকা দরে বলে জানান পাইকার ও বন্দর শ্রমিকরা। তবে ইমপোর্ট পারমিট দিয়ে দিলে আমদানি আরো বাড়বে, রমজানে দাম স্বাভাবিক থাকবে বলে জানান আমদানিকারকরা।