আগামী ৯ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক বা ইজারা সুকুক ইস্যুর নিলাম।
সারা দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প’র বিপরীতে দ্বিতীয় ধাপে এ ইজারা সুকুক ইস্যুর নিলাম হতে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ইসলামিক সিকিউরিটিজ সেকশনে এ নিলাম অনুষ্ঠিত হবে।
এর মাধ্যমে চার হাজার কোটি টাকা মূল্যের ইজারা সুকুক ইস্যু করা হবে, যার মেয়াদোত্তীর্ণের তারিখ ২০২৫ সালের ২৯ ডিসেম্বর। এর আগেও, প্রথম ধাপে এ প্রকল্পের জন্য চার হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ইজারা সুকুক ইস্যু করা হয়েছিল।