ভূখণ্ড ছেড়ে দিয়ে রাশিয়ার সঙ্গে কোনো শান্তি চুক্তি করবে না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনে ‘রাশিয়ার হামলার’ এক বছর পূর্তি নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে একটি সাক্ষাৎকার দিয়েছেন জেলেনস্কি। সেখানেই এমন কথা বলেছেন তিনি।
এছাড়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবেন না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, পুতিনকে বিশ্বাস করা যায় না। ফলে তার সঙ্গে আলোচনা করে কোনো লাভ নেই।
বিবিসির সঙ্গে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে জেলেনস্কি আরও বলেছেন, যদি শান্তি চুক্তির জন্য রাশিয়ার কাছে ভূখণ্ড ছেড়ে দেওয়া হয়। তাহলে ‘তারা বারবার ফিরে আসবে।’
তিনি আরও বলেছেন, ভূখণ্ড ছেড়ে দিলে ইউক্রেন রাষ্ট্র হিসেবে দুর্বল হয়ে যাবে। ফলে ভূখণ্ড রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।