ফিলিপাইনে চার আরোহী নিয়ে একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়েছে। আরোহীদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে।
শনিবার সকালে বিকল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ম্যানিলার উদ্দেশ্যে ছাড়ার পর চেসনা ৩৪০ বিমানটি নিখোঁজ হয়।
সিভিল এভিয়েশান অথরিটি অব দ্য ফিলিপাইনের(সিএএপি) এক বিবৃতিতে বলা হয়, বিমানে দুজন যাত্রী, একজন পাইলট ও একজন ক্রু সদস্য ছিল।
বিমান বন্দরের কাছে সম্ভাব্য দুর্ঘটনাস্থলে স্থানীয় উদ্ধারকারী ও তল্লাশি দল তাদের অভিযান চালাচ্ছে। সিএএপি মুখপাত্র এ কথা জানিয়ে বলেছেন, খারাপ আবহাওয়ার কারনে অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।