পাকিস্তানের ক্ষমতাসীন জোট পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট এর চক্রান্ত দেশকে ভাঙনের দিকে নিয়ে যেতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।
দক্ষিণ এশিয়ার এই দেশটিতে ক্রমবর্ধমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই সতর্কতা উচ্চারণ করেন। গত বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান।
এসময় তিনি ক্ষমতাসীন জোটের বিরুদ্ধে সেনাবাহিনীকে বৃহত্তম রাজনৈতিক দলের বিরুদ্ধে এবং পাকিস্তানিদের মধ্যে বিদ্বেষ ছড়ানোর ষড়যন্ত্রের জন্য অভিযুক্ত করেন। এমনকি এই ধরনের চক্রান্ত পাকিস্তানকে ভাঙনের দিকে নিয়ে যেতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার।