নিউ ক্যালেডোনিয়ার লয়্যালটি দ্বীপপুঞ্জের দক্ষিণ-পূর্বে প্রশান্ত মহাসাগরে ৭ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরই সেখানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (১৯ মে) মার্কিন ভূতাত্ত্বিক পরিষেবা জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ৩৭ কিলোমিটার গভীরে আঘাত হানে।
প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) একটি বুলেটিনে বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থলের এক হাজার কিলোমিটারের মধ্যে সুনামি আঘাত হানার আশঙ্কা রয়েছে।
যার কারণে হুমকিতে থাকা উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
পিটিডব্লিউসি বলছে, সুনামির কারণে জোয়ারের পানি তিন মিটার (১০ ফুট) পর্যন্ত উঁচু হতে পারে।