মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, বেলারুশে মোতায়েন করা কৌশলগত পারমাণবিক অস্ত্র প্রয়োজনে ব্যবহারের যে হুমকি পুতিন দিয়েছেন তা বাস্তব। সোমবার ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী প্রচারের সময় তিনি এ কথা বলেছেন।
এর আগে শনিবার বাইডেন বলেছিলেন, রাশিয়া তার প্রথম কৌশলগত পারমাণবিক অস্ত্র বেলারুশে মোতায়েন করে ‘দায়িত্বজ্ঞানহীন’ কাজ করেছে।
বাইডেন বলেছেন, ‘আমি প্রায় দুই বছর আগে এখানে এসে যখন বলেছিলাম, কলোরাডো নদী শুকিয়ে যাওয়ার বিষয়ে আমি উদ্বিগ্ন, তখন সবাই আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন, আমি পাগল। যখন আমি বলেছিলাম পুতিন কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে, তখনও আমার দিকে সেভাবে তাকিয়েছিল। এটা বাস্তব।’
গত সপ্তাহে বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেন, তার দেশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র সরবরাহ করা শুরু হয়েছে। যার মধ্যে কিছু অস্ত্রকে তিনি ১৯৪৫ সালে হিরোশিমা এবং নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের নিক্ষেপ করা পারমাণবিক বোমার চেয়ে তিনগুণ বেশি শক্তিশালী বলে দাবি করেন।