ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে কঠিন পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি ব্যবসা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৭ জুন) এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
জাতিসংঘের মহাসচিব বলেন, ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসা বিশ্বজুড়েই অর্থনীতি, সমাজ ও জীবনযাত্রায় বড় ধরনের ভূমিকা পালন করে। এসব ব্যবসা বেকারত্ব কমায়, প্রবৃদ্ধি ও উদ্ভাবনে গতি আনে এবং নতুন বাজার ও শিল্পের অনুসন্ধান করে। এ সত্ত্বেও ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও সরবরাহ প্রক্রিয়ার বিঘ্ন ঘটলে এই ব্যবসাগুলোই সবার আগে ঝুঁকিতে পড়ে। মূল্যস্ফীতি ও সরবরাহ প্রক্রিয়ার বিঘ্নের কারণে পুরো বৈশ্বিক অর্থনীতিই ধাক্কা খেয়েছে। ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসাগুলোর মালিক সিংহভাগ তরুণ প্রজন্ম ও নারীরা এবং তারাই সর্বোচ্চ ঝুঁকিতে আছে।
তিনি বলেন, এবার দিবসটির প্রতিপাদ্য নারী ও তরুণ উদ্যোক্তা এবং সরবরাহ প্রক্রিয়ার দ্রুত পুনরুদ্ধার। আমাদের অবশ্যই এমন পরিবেশ সৃষ্টি করতে হবে, যা ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও মাঝারি ব্যবসাবান্ধব হয় এবং বাজার ও আর্থিক বিষয়াদিতে সমান সুযোগ নিশ্চিত করতে অর্থনৈতিক অন্তর্ভুক্তিকরণকে তরান্বিত করে। এই ব্যবসাগুলোকে কঠিন পরিস্থিতি মোকাবিলায় সক্ষম করে তোলা আমাদের প্রয়োজন। আমাদের টেকসই সরবরাহ প্রক্রিয়া গড়ে তোলা প্রয়োজন, যার মাধ্যমে কর্মীরা উপকৃত হবে এবং পরিবেশের সুরক্ষা নিশ্চিত হবে।