বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা তিন লাখ ২৫ হাজার ছাড়ালো। এর এক তৃতীয়াংশ ঘটেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে।
এএফপি’র হিসেব মতে, বুধবার জিএমটি ১৯০০ পর্যন্ত বিশ্বের ১৯৬টি দেশে করোনায় মারা গেছে তিন লাখ ২৫ হাজার ২৩২ জন এবং আক্রান্ত হয়েছে ৪৯ লাখ ৪৩ হাজার ৫০ জন। তবে আত্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে অন্তত ১৮ লাখ ২৭ হাজার ২শ’ জন।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় মারা গেছে ৯২ হাজার ৫৮৩ জন এবং আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৩৯ হাজার ৬৩৩ জন । সুস্থ হয়েছে ২ লাখ ৮৯ হাজার ৩২৯ জন।
যুক্তরাজ্যে মারা গেছে ৩৫ হাজার ৭০৪ জন এবং আক্রান্ত হয়েছে ২ লাখ ৪৮ হাজার ২৯৩ জন। ইতালিতে মারা গেছে ৩২ হাজার ৩৩০ জন এবং আক্রান্ত হয়েছে ২ লাখ ২৭ হাজার ৩৬৪ জন। ফ্রান্সে মারা গেছে ২৮ হাজার ১৩২ জন এবং আক্রান্ত হয়েছে ১ লাখ ৮১ হাজার ৫৭৫ জন। স্পেনে মারা গেছে ২৭ হাজার ৮৮৮ জন এবং আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজার ৫৫৫ জন।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মারা গেছে ১ হাজার ৪০৪ জন, ব্রাজিলে ১ হাজার ১৭৯ এবং যুক্তরাজ্যে ৩৬৩ জন। বিশ্বে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে মারা গেছে ৪ হাজার ৯৫১ জন এবং আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৮২০ জন।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি