ইরানকে অস্ত্র বিক্রির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে জোরালো তৎপরতা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ আগামী ১৮ই অক্টোবর এই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে৷ বৃহস্পতিবারই ট্রাম্প প্রশাসনের উদ্যোগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই প্রশ্নে ভোটাভুটি শুরু হয়েছে৷ করোনা সংকটের কারণে পরিষদের বৈঠকে প্রতিনিধিরা সশরীরে উপস্থিত থাকতে না পারায় ভোটাভুটির জন্য ২৪ ঘণ্টা ধার্য করা হয়েছে৷ এই সময়ের মধ্যে ১৫টি সদস্য দেশকে এই প্রশ্নে অবস্থান নিতে হবে৷ নিউ ইয়র্ক সময়ে শুক্রবার সন্ধ্যায় ভোটাভুটির ফল জানা যাবে বলে ধরে নেওয়া হচ্ছে৷
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ও চীন আগেই এই প্রস্তাব বানচাল করতে ভেটো প্রয়োগ করার হুমকি দিয়েছে৷ অন্য কিছু সদস্যও প্রস্তাবের বিরোধিতা অথবা ভোটদানে বিরত থাকতে পারে৷ কমপক্ষে ৯টি দেশ প্রস্তাবের পক্ষে সায় না দিলে ভেটো প্রয়োগেরও প্রয়োজন পড়বে না৷ ফলে বিষয়টিকে ঘিরে সংঘাতের আশঙ্কা বাড়ছে৷ তবে ট্রাম্প প্রশাসন ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির কাছে ইরানকে অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা চালু রাখার প্রস্তাব চেয়েছে৷ বিকল্প কোনো প্রস্তাব পছন্দ হলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞার মেয়াদের দাবি থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন৷ সে ক্ষেত্রে শুক্রবার অ্যামেরিকার প্রস্তাব বিফল হবার পর ইউরোপীয় তিন শক্তির উদ্যোগে সীমিত সময়ের জন্য নিষেধাজ্ঞার প্রস্তাব পেশ করা হতে পারে৷ সূত্র: ডয়েচে ভেলে