বৈশ্বিক সংহতি এবং ভ্যাকসিন ব্যবহারের মাধ্যমে কোভিড-১৯ মহামারি দুই বছর বা স্প্যানিশ ফ্লু’র ইতি টানার চেয়েও কম সময়ের মধ্যে পরাজিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধনম গ্যাব্রিয়েসুস।
এ দুই সংকটের মধ্যে মিল নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ আশা ব্যক্ত করেন।
স্প্যানিশ ফ্লু হিসেবে পরিচিত ১৯১৮ সালের ইনফ্লুয়েঞ্জা মহামারিটি ওই বছরের ফেব্রুয়ারি থেকে ১৯২০ সালের এপ্রিল পর্যন্ত স্থায়ী ছিল।
টেড্রোস বলেন, বিশ্বায়নের ‘অসুবিধা’ হিসেবে নতুন করোনাভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পেরেছে, কিন্তু এখন সাধারণ মানুষের প্রযুক্তি এবং জ্ঞানের ‘সুবিধা’ও রয়েছে।
‘সুতরাং, আমরা আশা করি দুই বছরেরও কম সময়ের মধ্যে এ মহামারি শেষ হবে, বিশেষ করে আমরা যদি একসাথে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখি এবং জাতীয় ঐক্য, বিশ্ব সংহতি ধরে রাখি। প্রাপ্ত সরঞ্জামগুলোর সর্বাধিক ব্যবহারের পাশাপাশি ভ্যাকসিন ব্যবহার করা গেলে; আমি মনে করি, আমরা ১৯১৮ সালের ফ্লুর চেয়ে কম সময়ে করোনা মহামারি প্রতিহত করতে পারব,’ যোগ করেন ডব্লিউএইচও প্রধান।
তিনি জানান, বিশ্বব্যাপী এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ২০ লাখ ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে অন্তত ৭ লাখ ৮০ হাজার মানুষের। এছাড়া জরুরিভিত্তিতে হাসপাতালে ভর্তি হওয়া প্রয়োজন এমন রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
‘ভ্যাকসিন না আসা পর্যন্ত কোনো দেশই এ বিষয়টি উপেক্ষা করতে পারবে না,’ বলেন টেড্রোস। সূত্র: ইউএনবি