টানা বর্ষণে আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকায় আকস্মিক বন্যায় ভবনধসে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
বন্যার ফলে পারওয়ান প্রদেশের রাজধানী চারিকর শহরের বড় একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংস হয়ে যাওয়া বাড়িগুলোর নিচে চাপা পড়া মানুষকে উদ্ধারে কাজ চালাচ্ছে উদ্ধারকর্মীরা। ঘুমন্ত অবস্থায় বানের পানিতে ঘরবাড়ি ভেঙে যাওয়ায় হতাহতের সংখ্যা এত বেড়েছে উল্লেখ করে এক সরকারি মুখপাত্র জানান, বন্যায় প্রায় দুই লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছে।
এদিকে, দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দেয়ার নির্দেশ দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি