রাশিয়ার বিরুদ্ধে সরব হলেন জার্মান চ্যান্সেলর। অভিযোগ, পুতিন-বিরোধী রুশ রাজনীতিক নাভালনিকে বিষ দিয়ে হত্যার ষড়যন্ত্র হয়েছিল।
রাশিয়ার বিরুদ্ধে এ বার মুখ খুললেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে আলেক্সি নাভালনিকে বিষ দিয়ে হত্যার ষড়যন্ত্রের জবাবদিহি চাইল জার্মানি। বিষয়টি নিয়ে ইউরোপের কূটনৈতিক মঞ্চেও আলোচনার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি।
কিছু দিন আগে রাশিয়া থেকে জার্মানিতে চিকিৎসা করাতে আসেন ভ্লাদিমির পুতিনের সব চেয়ে বড় সমালোচক এবং রাশিয়ায় বিরোধী রাজনীতির নেতা নাভালনিকে। সম্প্রতি জার্মান সেনার এক হাসপাতালে ফের নাভালনির শরীরে বিষের পরীক্ষা হয়। স্পষ্ট হয়, তাঁকে বিষ দিয়ে মারার চেষ্টা হয়েছিল। এর পরেই বিষয়টি নিয়ে মুখ খোলেন জার্মান চ্যান্সেলর। সূত্র: ডয়েচে ভেলে