করোনার হটস্পট হিসেবে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড স্পর্শ করছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮৩ হাজার ৮৮৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে বিশ্বে একদিনে সর্বোচ্চ সংখ্যক কোভিড রোগী শনাক্তের রেকর্ড করল ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৬।
আর ২৪ ঘণ্টায় মারা গেছেন ১ হাজার ৪৩ জন। ফলে, মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৭.৪৮৬ জনে।
এর মধ্যে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৯ লাখ ৭০ হাজার ৪৯২ জন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি