জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলে আঘাত হেনেছে সামুদ্রিক ঘূর্ণিঝড় হেইশেন। এটি দেশটির দক্ষিণ কিউসু দ্বীপে আছড়ে পড়ার পর দক্ষিণ কোরিয়ার দিকে অগ্রসর হয়েছে।
সকালে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে আশঙ্কার তুলনায় ক্ষয়ক্ষতি কিছুটা কম হয়েছে।
তবে, কিউসু দ্বীপে এখনও প্রায় পাঁচ লাখ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে, করোনা সংক্রমণ এড়াতে আশ্রয়কেন্দ্রগুলোতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।
এর আগে ঘূর্ণিঝড়ে ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকা থেকে দুই লাখের বেশি মানুষ সরিয়ে নেয়া হয়। এর আগে মেইসাক নামে আরো একটি ঘূর্ণিঝড় জাপানে তাণ্ডব চালিয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি