এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন ব্রিটিশ বিজ্ঞানী রোজার পেনরোজ, জার্মানি বিজ্ঞানী রেইনহার্ড জেনজেল এবং মার্কিন গবেষক আন্দ্রে এম গিজ। মহাবিশ্বে ব্ল্যাকহোল নিয়ে গবেষণার জন্য যৌথভাবে নোবেলের জন্য মনোনীত হয়েছেন তারা।
এরমধ্যে রজার পেনরোজ পেয়েছেন পুরস্কারটির অর্ধেক এবং বাকি দু’জন পেয়েছেন বাকি অর্ধেকের অর্ধেক করে।
আজ বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।
এর আগে, সোমবার চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পান, মার্কিন বিজ্ঞানী হার্ভে জে অল্টার, চার্লস এম রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হুটন। হেপাটাইটিস ‘সি’ ভাইরাস আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেয়া হয় তাদের।
করোনা মহামারির কারণে এবার ডিসেম্বরে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি