যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যের একটি আবাসিক এলাকায় মার্কিন নৌবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে দু’জন পাইলট নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পক্ষ থেকে শুক্রবার এ তথ্য নিশ্চিত করা হয়। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে আলাবামার ফোলেতে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।
টি-৬বি টেক্সান দুই নামক ওই উড়োজাহাজটিতে দুইটি সিট ছিল। নৌবাহিনীর পক্ষ থেকে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনাটি তদন্ত করা হচ্ছে। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর একটি বাড়িতে এবং কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়।
তবে, এ ঘটনায় কোনো বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন কিনা সেটি জানাতে পারেনি যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি