আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে।
শনিবার সন্ধ্যার দিকের ওই ঘটনায় অন্তত ৫৭ জন আহত হয়েছে। বিবিসি জানিয়েছে, কাবুলের শিয়া অধ্যুষিত ওই এলাকার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শত শত শিক্ষার্থী পড়ালেখা করে।
এদিকে, ওই হামলার দায় স্বীকার করে শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে আইএস। অন্যদিকে, ঘটনার পরপরই তালেবানরা জানিয়েছে, এ হামলায় তাদের কোনো দায় নেই।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী তারিক আরিয়ান বলেন, শরীরে বিস্ফোরক নিয়ে হামলাকারী শিক্ষা প্রতিষ্ঠানটিতে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু পথেই তাকে বাধা দেয়া হলে বিস্ফোরণ ঘটায় সে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি