যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে আগাম ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজের বাসভবনের কাছে একটি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন ট্রাম্প। এ সময় ডাকযোগে ভোট দেয়ার চেয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়া অনেক নিরাপদ বলে মন্তব্য করেন ট্রাম্প।
২০১৬ সালের নির্বাচনে ফ্লোরিডায় ট্রাম্প জয় পেলেও এবার ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে রয়েছেন বলেই জনমত জরিপগুলোয় দেখা যাচ্ছে।
আগামী শনিবার নর্থ ক্যারোলাইনা, ওহাইও এবং উইসকন্সিনে তিনটি নির্বাচনী সমাবেশ করবেন ট্রাম্প। একইদিন পেনসিলভানিয়ায় দুটি নির্বাচনী সমাবেশ করবেন বাইডেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি