বেলজিয়ামের লিজ শহরে করোনায় আক্রান্ত চিকিৎসকদের চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশটিতে করোনা রোগীর সংখ্যা বেড়ে গেছে এবং হাসপাতালগুলোতেও এর প্রভাব দেখা যাচ্ছে।
দেশটির এক চতুর্থাংশ মেডিকেল স্টাফ বর্তমানে কোভিড-১৯ সংক্রমণে ভুগছেন। ফলে ১০টি হাসপাতালের কর্তৃপক্ষ তাদের স্টাফদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। করোনায় আক্রান্ত যেসব স্টাফের দেহে করোনার লক্ষণ দেখা যায়নি তাদের চিকিৎসাসেবা দিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।
বেলজিয়াম অ্যাসোসিয়েশন অব মেডিকেল ইউনিয়নসের প্রধান ডা. ফিলিপ ডেভোস বিবিসিকে জানিয়েছেন, তাদের কাছে আর কোনো উপায় নেই। এমন পদক্ষেপ না নিলে কয়েকদিনের মধ্যে চিকিৎসা ব্যবস্থা ধসে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
রোগীদের মধ্যে ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কার বিষয়টি উড়িয়ে দেননি ডা. ফিলিপ ডেভোস। তিনি এ বিষয়ে অবগত আছেন।
বেলজিয়ামের পূর্বাঞ্চলীয় শহরের প্রতি তিনজন মানুষের নমুনা পরীক্ষায় একজনের করোনা পজিটিভ ধরা পড়ছে। হাসপাতালগুলোতে অনেক রোগীকে ফিরিয়ে দিতে হচ্ছে। এছাড়া অপ্রয়োজনীয় সার্জারিও বন্ধ রাখা হয়েছে।
মাত্র কয়েকদিন আগেই দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফ্রাংক ভান্দেনব্রুক সতর্ক করেছেন যে, তারা করোনা সুনামির কাছাকাছি রয়েছেন। যা ঘটতে যাচ্ছে তা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি