সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহীদের এক প্রশিক্ষণ শিবিরে বিমান হামলায় ৫০ জনেরও বেশি বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে। এ হামলায় আহত হয়েছেন আরও শতাধিক।
সোমবার (২৬ অক্টোবর) ইদলিব প্রদেশ এবং তুরস্কের সীমান্তের কাছে ওই প্রশিক্ষণ শিবিরে এ হামলার ঘটনা ঘটে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরির বরাত দিয়ে বার্তাসংস্থা বিবিসি এ খবরের সত্যতা নিশ্চিত করে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মিত্র দেশ রাশিয়া এ হামলা চালিয়েছে বলে ধারণা করছে সিরিয়ান অবজারভেটরি। ফয়লাক আল-শাম গোষ্ঠী এ প্রশিক্ষণ শিবির চালাতো বলেও খবরে জানানো হয়।
ফাইলাক আল শামের মুখপাত্র ইউসেফ হামুদ জানান, নিহতদের মধ্যে ওই প্রশিক্ষণ শিবিরের নেতারাও রয়েছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি