মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন আগাম ভোট দিয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনের একটি ভোটকেন্দ্রে বাইডেন ও তার স্ত্রী জিল বাইডেন ভোট দেন। ভোট দেয়ার আগে করোনা পরিস্থিতি এবং স্বাস্থ্যসেবা নিয়ে বক্তব্য রাখেন জো বাইডেন।
প্রেসিডেন্ট নির্বাচিত হলেও রাতারাতি করোনা নির্মূল করা যাবে না উল্লেখ করে বাইডেন জানান, মহামারি শেষ করতে সবাইকে কঠোর পরিশ্রম করতে হবে। নিজের অঙ্গরাজ্য ডেলাওয়ারে বাইডেন সহজেই জয় পাবেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে শনিবার, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচের একটি ভোটকেন্দ্রে ভোট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত সাড়ে ৭ কোটি মার্কিনি আগাম ভোট দিয়েছেন।
ডেস্ক নিউজ/ বিজয় টিভি