ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিচ শহরের একটি গির্জার পাশে ছুরি হামলায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। দেশটির গণমাধ্যমগুলোর বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী নিচ শহরের মেয়র ক্রিশ্চিয়ান এস্টোরসি বলেছেন, ছুরি হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ‘নটরডেম বাসিলিকার প্রাণকেন্দ্রে ওই সন্ত্রাসী হামলার সবকিছু শনাক্ত হয়েছে’ বলেও নিশ্চিত করেছেন তিনি।
গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন জানিয়েছেন, পুলিশের অভিযান চলছে। তিনি সবাইকে ওই এলাকায় চলাচল করা থেকে বিরত থাকার অনুরোধ করেছেন। এ ছাড়া নিচ শহরের মেয়র ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন।
এর আগে প্যারিসে এক ব্যক্তি ছুরি হামলা চালিয়ে এক স্কুল শিক্ষককে হত্যার পর পুলিশ গুলি চালিয়ে হামলাকারীকে হত্যা করে। প্যারিসের ওই হামলা নিয়ে বিশ্বব্যাপী তুমুল আলোড়নের মধ্যেই দেশটিতে ফের এমন ছুরি হামলায় একজনের মৃত্যু হলো।
ডেস্ক নিউজ/ বিজয় টিভি