ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বন্দুকধারীদের গুলিতে তিন বিজেপি কর্মী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে, কুলগাম জেলায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গাড়িতে করে ওয়াইকে পোরা অঞ্চল দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হন ওই তিন কর্মী। খবরে বলা হয়, অস্ত্রধারীদের গুলিতে তিনজন গুরুতর আহত হলে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
তবে, হামলার পিছনে কারা জড়িত সে ব্যাপারে কিছু জানা যায়নি। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি