মার্কিন নির্বাচনের প্রধান দুই প্রার্থী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক জো বাইডেন শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে নির্বাচনী প্রচার চালাচ্ছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে প্রচারণা চালায় এই দুই প্রার্থী। মিশিগান, উইসকনসিন ও মিনেসোটায় সমাবেশ করেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর বাইডেন আইওয়াতে যাওয়ার আগে সমাবেশ করেন, মিনেসোটা ও উইসকনসিনে। এদিনও দুই প্রার্থী করোনা নিয়ে একে অপরকে আক্রমণ করেন।
মঙ্গলবার, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জাতীয় পর্যায়ে জনমত জরিপে ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে বাইডেন এগিয়ে থাকলেও চার দিনের সময়ে তা ঘুরে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে, কে নির্বাচনে জয়ী হবেন তা জরিপে আভাস পাওয়া কঠিন হয়ে পড়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি