কানাডার কুইবেক প্রদেশের পার্লামেন্ট ভবনের কাছে ছুরি হামলায় কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫ জন।
স্থানীয় সময় শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতের এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে কানাডা পুলিশ।
ছুরি হামলার পর কর্মকর্তারা কুইবেক প্রদেশের জনগণকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্মকর্তারা। জানা গেছে, মধ্যযুগীয় পোশাক পরে ছুরি হামলা চালায় ওই হামলাকারী।
এই ঘটনার তদন্ত করা হচ্ছে বলে কানাডা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি