মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন বিভিন্ন সুইং স্টেটে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন ।
শুক্রবার (৬ অক্টোবর) গুরুত্বপূর্ণ ব্যাটলগ্রাউন্ড জর্জিয়া ও পেনসিলভেনিয়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেছনে ফেলেছেন তিনি। তবে, অ্যারিজোনাতে ব্যবধান কমিয়ে এনেছেন রিপাবলিকান ট্রাম্প। ভোট গণনা এই সপ্তাহজুড়ে চলার কারণে চূড়ান্ত ফল সহসাই জানা যাবে না বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো।
তবে, এখন পর্যন্ত যে ফলাফল পাওয়া গেছে তাতে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে বাইডেনের সম্ভাবনাই উজ্জ্বল। এমন পরিস্থিতিতে এক ভাষণে বাইডেন আবারও জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে, ট্রাম্প শিবিরের এক আইনজীবী, নির্বাচনের শেষ পর্যন্ত লড়াই করার ঘোষণা দিয়েছেন।
ডেস্ক নিউজ/বিজয় টিভি