মার্কিন প্রতিষ্ঠান ফাইজার ও সহযোগী জার্মান কোম্পানি বায়োএনটেকের তৈরি করোনা ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছেছে যুক্তরাজ্যে।
অবশ্য ভ্যাকসিনগুলো যুক্তরাজ্যের কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা প্রকাশ করা হয়নি। সেখান থেকে দেশটির বিভিন্ন টিকা প্রদানকারী সেন্টারে ভ্যাকসিন সরবরাহ করা হবে। যুক্তরাজ্য, ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের চার কোটি ডোজের আবেদন করেছে।
অগ্রাধিকারপ্রাপ্ত ব্যক্তিদের ভ্যাকসিন প্রয়োগ করা হলে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর সংখ্যা ৯৯ শতাংশ রোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের সহকারী প্রধান চিকিৎসা কর্মকর্তা।
ডেস্ক নিউজ/বিজয় টিভি