পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ‘ঘোষিত অপরাধী’ হিসেবে ঘোষণা করেছে দেশটির উচ্চ আদালত।
দু’টি দুর্নীতির মামলায় বারবার সমন পাঠানো সত্ত্বেও আদালতে উপস্থিত হননি নওয়াজ শরীফ। এভাবে আদালতের নির্দেশকে অবজ্ঞা করায় তাকে ‘ঘোষিত অপরাধী’ তকমা দেয় ইসলামাবাদ হাইকোর্ট।
বিচারপতি আমের ফারুক ও বিচারপতি মহসিন আক্তার কয়ানির বেঞ্চে বুধবার নওয়াজ শরীফ সংক্রান্ত মামলার শুনানি ছিল। কিন্তু তিনি অনুপস্থিত থাকায় ক্ষুব্ধ হয় ইসলামাবাদ হাইকোর্টের দুই সদস্যের বেঞ্চ।
পাকিস্তানের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে।
শরিফের মেয়েসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি