মহামারি করোনার ভাইরাসের প্রভাবে নতুন করে অতিদারিদ্র্যের মুখে পড়তে পারে বিশ্বের অন্তত ২০ কোটি মানুষ। ২০৩০ সাল নাগাদ অতিদারিদ্র্য মানুষের সংখ্যা পৌঁছাতে পারে ১০০ কোটিতে। এমন পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের উন্নয়ন প্রকল্প ইউএনডিপি।
সংস্থাটি বলছে, অর্থনৈতিক সংকটের ৮০ শতাংশই তৈরি হয়েছে মহামারির জন্য। যা আগামী এক দশকেও কাটিয়ে ওঠা সম্ভব নয়।
ইউএনডিপি বলছে, করোনা মোকাবিলার পাশাপাশি সারা বিশ্বের মানুষের স্থিতিশীল উন্নয়নে আগামী পুরো দশকে বিনিয়োগ করতে হবে। শুধু গবেষণা আর বিনিয়োগই অতিদারিদ্র্য আশঙ্কাজনকহারে বাড়তে দেবে না। এখনো অতিদারিদ্র্যের মুখে আছে বিশ্বের ১৪ কোটি মানুষ বলেও তাদের প্রতিবেদনে জানানো হয়।
ডেস্ক নিউজ/বিজয় টিভি