বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে আজ ভারত বনধ্ ডাক দেয় দেশটির কৃষকরা।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে এ কর্মসূচি। এতে, কৃষকদের সমর্থন জানিয়েছে ১৮টি দল।
সকাল থেকেই দেশটির বিভিন্ন জায়গায় সড়ক ও রেল অবরোধ করেন কৃষকরা। বিশেষ করে দিল্লি ও হরিয়ানায় আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। বিক্ষোভে দিল্লি-হরিয়ানা সংযোগস্থল সিঙ্ঘু সীমানা বন্ধ রয়েছে। বন্ধ রাখা হয়েছে অউচদি, পিয়াউ মনিয়ারি ও মঙ্গেশ সীমানাও।
এদিকে, আগামীকাল কৃষি আইন নিয়ে চলা আন্দোলনের মধ্যে বুধবার ৬ষ্ঠ দফায় সরকারের সঙ্গে বৈঠকে বসবেন কৃষক নেতারা। তিন মাস ধরে চলা কৃষক আন্দোলন গত ১২ দিন ধরে দেশটির বেশ কয়েকটি রাজ্যে ব্যাপক আকার ধারণ করেছে।
ডেস্ক নিউজ/বিজয় টিভি