মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের একশ দিনের মধ্যে ১০ কোটি মানুষকে ভ্যাকসিন দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।
মঙ্গলবার, দিলওয়ারে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট, ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল জেভিয়ার বেসেরাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। জানান, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তাকেই পছন্দ নতুন প্রেসিডেন্টের। আর রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান হিসেবে রোচেল ওয়ালেনস্কির নাম ঘোষণা করা হয়। ক্ষমতা নেয়ার প্রথম ১০০ দিন সবাইকে মাস্ক পরারও আহ্বান জানান বাইডেন।
এ সময়ে স্কুল-কলেজও খুলে দেয়ার ব্যবস্থা করবেন বলে জানান তিনি।
ডেস্ক নিউজ/বিজয় টিভি