ফ্রান্সে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আল্পস পর্বতে বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারে ছয়জন আরোহী ছিলেন।
হেলিকপ্টারটি স্যাভো এলাকার বোনভিলার্ড শহরে বিধ্বস্ত হয়েছে। কী কারণে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো তা এখনও নিশ্চিত নয়। তবে কর্মকর্তারা বলছেন, হয়তো খারাপ আবহাওয়ার কারণেই কপ্টারটি বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার পর, ওই এলাকায় তিনটি হেলিকপ্টারে করে ৪০ জন উদ্ধারকর্মীকে পাঠানো হয়।
এ ঘটনায় আজ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করবেন তিনি।
এদিকে, এক টুইট বার্তায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।
ডেস্ক নিউজ/বিজয় টিভি