করোনার নতুন প্রজাতি শনাক্তের পর বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ায় জরুরি বৈঠকের ডাক দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি, যুক্তরাজ্যে নতুন প্রজাতিটি শনাক্তের পর তা ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এর ফলে অন্তত ৪০টি দেশ যুক্তরাজ্যের সাথে বিমানের ফ্লাইট বন্ধ করে দেয়।
যদিও বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রজাতিটি ক্ষতিকর না হলেও তা স্বাভাবিকের চেয়ে ৭০ শতাংশ বেশি ছড়িয়ে পড়ে।
এদিকে, করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা প্রায় ১৭ লাখ ২৩ হাজার। অন্যদিকে এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৭ কোটি ৮৩ লাখের বেশি মানুষ।