বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২২ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে আর আক্রান্তের সংখ্যা ১০ কোটি ৪৩ লাখের বেশি।
জরিপসংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা আবারও বেড়ে সাড়ে ১৪ হাজারের বেশি মানুষ মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা ২২ লাখ ৬২ হাজার ছাড়িয়েছে। একই সময়ে সাড়ে ৪ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ কোটি ৪৩ লাখের বেশি। এদিন, সংক্রমণ ও মৃত্যুর শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৬শ’র বেশি মানুষ মারা যান। দেশটিতে মোট মৃত্যু ৪ লাখ ৫৭ হাজার ছাড়িয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় বিশ্বে সহস্রাধিক মৃত্যু হয়েছে ব্রাজিল ও যুক্তরাজ্যে। আর ৫ শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে রাশিয়া, স্পেন, ইটালি, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার নাম।