ইরান পরমাণু চুক্তির শর্তগুলো না মানলে দেশটির বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা তোলা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
রোববার সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। দায়িত্ব নেয়ার পর বাইডেন প্রশাসন বলে আসছিল, ইরান চুক্তিতে না ফেরা পর্যন্ত যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে কোনও আলোচনায় বসবে না। এর ধারাবাহিকতায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না বলে জানালেন, বাইডেন।
নির্বাচনি প্রচারণায় ইরানের পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বাইডেন। সাবেক ট্রাম্প প্রশাসন এ চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নেয়। বাইডেন সমঝোতায় ফেরার কথা বললেও ইরানের আঞ্চলিক কার্যক্রম ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তেহরানের ওপর চাপ প্রয়োগ অব্যাহত রাখার তাগিদও দিয়েছিলেন তিনি।