ধর্মের টানে অভিনয় জগৎ ছেড়ে দেয়া বলিউড অভিনেত্রী জায়রা ওয়াসিম বিয়ে করেছেন। মাত্র ২৪ বছর বয়সে জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেন এই তারকা।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে বিয়ের খবরটি নিজেই জানিয়েছেন জায়রা। ছবির ক্যাপশনে তিনি শুধু একটি শব্দ লিখেছেন, ‘কবুল’।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ‘বলিউড পারফেকশনিস্ট’ খ্যাত সুপারস্টার আমির খান অভিনীত ‘দঙ্গল’ সিনেমার এ তারকা বর্তমানে পর্দার আড়ালে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
ইসলামের টানে ১৮ বছর বয়সে অভিনয় থেকে দূরে সরে যান এ অভিনেত্রী। ক্যারিয়ারে ইতি টানার ৬ বছর পর বিয়ের পিঁড়িতে বসলেন ‘দঙ্গল’ খ্যাত এ তারকা।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে জায়রা তার ইনস্টাগ্রামে দুটি ছবি আপলোড করেন। যার একটি ছবিতে দেখা যাচ্ছে, বিয়ের কাবিননামায় স্বাক্ষর করছেন জায়রা। মেহেদি রাঙা হাতের অনামিকায় জ্বলজ্বল করছে বিয়ের হীরার আংটি।
ইন্সটাগ্রামে বিয়ের দুটি ছবি আপলোড করেছেন অভিনেত্রী জায়রা।
অন্য আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, পাত্রের সঙ্গে বিয়ের সাজে পূর্ণিমার চাঁদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। তবে পাত্রের নাম, পরিচয়, পেশা এমনকি মুখও দেখাননি জায়রা।
তবে ২০১৯ সালে হঠাৎই ধর্মে মনোযোগী হন জায়রা ওয়াসিম। জানান, সিনেমায় কাজ করার অভিজ্ঞতা হিসেবে মানুষের ভালোবাসা, প্রশংসা পেলেও অসচেতনভাবে ধীরে ধীরে ইসলামের পথ থেকে দূরেও সরে গেছেন। তাই বর্তমানে লাইট-ক্যামেরার আড়ালেই রয়েছেন এ অভিনেত্রী।