ভারতের উত্তরাখণ্ডে হিমবাহ ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে এখন পর্যন্ত ৩১ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার ধস সরিয়ে আরও পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা ৩১ জনে দাঁড়ালো।
রোববার ধসের পর থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে দেশটির সেনা ও বিমান বাহিনীর সদস্যরা। এ নিয়ে মঙ্গলবার রাজ্যসভায় বক্তব্য রাখেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন মৃতদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতাও পালন করা হয়।
রাজ্যটির মূখ্যমন্ত্রী তিবেন্দ্র সিং রাওয়াত আকাশপথে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং উদ্ধার তৎপরতার খোঁজখবর নেন। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৭০ জনের নিখোঁজের খবর পাওয়া গেছে।