মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে আরো ২০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এ নিয়ে গত দু’দিনে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে ।
পহেলা ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন দেড় শতাধিকের বেশি মানুষ।
এদিকে, মিয়ানমারে চীনবিরোধী ঘৃণা-বিদ্বেষ বেড়েই চলেছে। অভ্যুত্থানের নেপথ্যে বেইজিংয়ের হাত রয়েছে বলে মনে করছে দেশটির জনগণ।
অন্যদিকে, এসব হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন ও জাতিসংঘ। জনগণের শান্তিপূর্ণ আন্দোলনে সহিংসতা না চালানোর জন্য সামরিক শাসকদের বিরত থাকার আহ্বান জানিয়েছেন তারা।
এছাড়া, গতকাল পর্যন্ত ৪শ’র বেশি মানুষ সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। এদের বেশিরভাগই পুলিশ কর্মকর্তা।