মিয়ানমারে সেনা শাসনবিরোধী বিক্ষোভে আরও দুইজন নিহত হয়েছেন। মোগক এলাকায় সেনাদের গুলিতে নিহত হন তারা। এ নিয়ে দেশটিতে ২৩৭ বিক্ষোভকারী নিহত হলো।
এছাড়াও ইন্টারনেটের ওপর বিধিনিষেধ আরও কঠোর করেছে কর্তৃপক্ষ।
এদিকে, দেশটিতে আজ আরও বড় আন্দোলনের ডাক দিয়েছেন বিক্ষোভকারীরা।
দেশটির সেনা শাসকদের ওপর আন্তর্জাতিক চাপ আরও বেড়েছে। সামরিক বাহিনীর সহিংসতার বিরুদ্ধে সবাইকে একসাথে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।